আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হবে। এর প্রভাবে বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে তার আগে বৃষ্টি হলেও তা হবে বিক্ষিপ্তভাবে।
উত্তরবঙ্গে বর্তমানে যে প্রবল বৃষ্টি চলছে, তা বুধবার পর্যন্ত চলবে। আজ আলিপুরদুয়ারে চরম ভারী বৃষ্টির (২০ সেন্টিমিটারের বেশি) জন্য লাল সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে অতিভারী বৃষ্টির (৭-২০ সেন্টিমিটার) জন্য কমলা সতর্কতা রয়েছে।
আবহবিদদের মতে, দক্ষিণবঙ্গের উপর থাকা নিম্নচাপ অক্ষরেখা আপাতত উত্তরবঙ্গে সরে যাওয়ায় দক্ষিণে বৃষ্টি কমেছে। তবে নতুন নিম্নচাপ তৈরি হলে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে। এ সময় দক্ষিণের আকাশ মেঘমুক্ত হওয়ায় ধূলিকণার প্রভাবে বজ্রপাতের ঝুঁকি বেড়েছে, ফলে বিক্ষিপ্ত বৃষ্টিতেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।