কলকাতায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামল তাপমাত্রার পারদ। এ পর্যন্ত বুধবারই কলকাতার শীতলতম দিন। জেলায় ঠান্ডা আরও বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, ১০ ডিগ্রির নীচে থাকবে পশ্চিমের জেলার তাপমাত্রা।
আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। কলকাতায় আজ, বুধবার তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার চেয়ে যা এক ডিগ্রি কম। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বইবে শিরশিরে হাওয়া।
পশ্চিমাঞ্চলে ১০-১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত ঠান্ডা থাকবে, রাতের তাপমাত্রা বাড়ার আশঙ্কা নেই। স্বাভাবিকের নিচে থাকবে সর্বোচ্চ তাপমাত্রাও। ও দিকে, বুধবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলা থাকবে খটখটে শুকনো।