240
বঙ্গের আবহাওয়ায় ফের পরিবর্তন। একদিকে গরম, অন্যদিকে ঠান্ডার অনুভূতি— আবহাওয়ার এই খামখেয়ালিপনায় বিভ্রান্ত রাজ্যবাসী। কখনও দিনের বেলায় রোদের তেজ, আবার রাতে হালকা শীতের আমেজ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে আবারও সামান্য পারদ পতন হতে পারে। ফলে আরও কয়েকদিন শীতের ছোঁয়া উপভোগ করা যাবে। তবে পরের সপ্তাহ থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে।
এই বছর গোটা মাঘ মাস জুড়েই ছিল হালকা শীতের আবহ। তবে জাঁকিয়ে শীতের দেখা তেমন মেলেনি। এখন প্রশ্ন উঠছে, এই সাময়িক শীতলতা কি মরসুমের শেষ শীতের অনুভূতি, নাকি ফের ঠান্ডার কামব্যাক হবে? আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিক থেকেই তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে, তবে কিছুদিনের জন্য হালকা শীত অনুভূত হতে পারে।