কলকাতা: ফের সেই চরম অস্বস্তিকর আবহাওয়া। গা-জ্বালানো গরম। বুধবারও জেলায় জেলায় তাপপ্রবাহ। বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
এ দিনও কলকাতায় তাপমাত্রার পারদ বেশ উপরেই। দিনভর বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া। তবে বিকেলের দিকে কলকাতায় হতে পারে বৃষ্টিপাত। পাশাপাশি, ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় এবং দক্ষিণ ২৪ পরগনায়।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সাতটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার পর্যন্ত এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে।
ও দিকে, উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। ফলে আগামী চার দিন উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।