295
শুক্রবার থেকে পারদ পতনের পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। পূর্বাভাস মতোই এক ধাক্কায় রাজ্যের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। কোথাও শীতের আমেজ, কোথাও মনোরম আবহাওয়া। এ রকম মনোরম আবহাওয়ার সঙ্গেই শনিবার সকালেও হালকা কুয়াশা দেখা যাবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল, শনিবার রাতের তাপমাত্রা আরও একটু কমতে পারে। তবে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে পারদ ফের দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
এরই মধ্যে রাজ্যের সাত জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের তিন জেলা—দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অংশে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি, দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।