284
কলকাতা: দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শনিবার থেকে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। রবিবারও দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এ দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা,হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ ক্ষেত্রে হালকা বৃষ্টি হতে পারে।
ও দিকে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।