কলকাতা: বুধবার দুপুর গড়াতেই টানা বৃষ্টি কলকাতা-সহ জেলায় জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, বীরভূম জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়াবিদদের মতে, এক দিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, অন্যদিকে দক্ষিণ বাংলাদেশের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যা সরছে দক্ষিণ-পশ্চিম দিকে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবারের পর বৃহস্পতিবারেও বারবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে।
ও দিকে, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এমনকী, বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমলেও পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টি চলবে।