প্রথম পাতা খবর সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি, নামছে তাপমাত্রা

সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি, নামছে তাপমাত্রা

253 views
A+A-
Reset

ছবি: রাজীব বসু

দক্ষিণবঙ্গে বর্ষার সক্রিয়তা বাড়ছে। মঙ্গলবার ভোর থেকেই কলকাতা-সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ ও আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলায়। দমকা হাওয়া বইবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে।

ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবারও চলবে এমন আবহাওয়া। বৃহস্পতি ও শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা। শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদ এবং শনিবার ফের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।

এই সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তাপমাত্রাও কিছুটা নামতে পারে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.