প্রথম পাতা খবর দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা, থাকছে বৃষ্টির পূর্বাভাসও

দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা, থাকছে বৃষ্টির পূর্বাভাসও

231 views
A+A-
Reset

মার্চেই তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে। সোমবারও রাজ্যের পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি।

আজ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গুমোট গরম বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু’দিন তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

তবে কিছুটা স্বস্তির খবর, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ও দিকে, উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.