প্রথম পাতা খবর আকাশ মেঘলা, বৃষ্টির ভ্রুকুটি রাজ্য জুড়ে

আকাশ মেঘলা, বৃষ্টির ভ্রুকুটি রাজ্য জুড়ে

110 views
A+A-
Reset

নিম্নচাপ রাজ্য ছেড়ে বেরোলেও মৌসুমি অক্ষরেখা এখনও সক্রিয়। সেই কারণেই বজায় থাকছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন রাজ্যের দক্ষিণ ও উত্তর — দুই ভাগেই চলবে বৃষ্টির দাপট।

দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহান্তে বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণের জেলাগুলিতে। শুক্রবার ঝড়-বৃষ্টির জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি হয়েছে। শনিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কায় আবারও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদেও রয়েছে একই সতর্কতা।

উত্তরবঙ্গেও আবহাওয়া খারাপ থাকবে। আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। রবিবার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে কমলা সতর্কতা। সোমবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে এবং বুধবার ফের কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই সমুদ্রতীরবর্তী ও নিচু এলাকাগুলিতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.