297
কলকাতা: রাজ্যের একাধিক জেলায় এখনও বজায় থাকবে ঝড়বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতাতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবারের পর থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে আবহাওয়া শুকনো হতে পারে। তবে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে সোমবার পর্যন্ত কোথাও কোথাও হালকা বৃষ্টি চলবে। এর পর থেকেই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।
উত্তরবঙ্গেও সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে। তার পরেই গরমের প্রকোপ ফের বাড়তে পারে বলেই আশঙ্কা।