আলিপুর আবহাওয়া দফতর বিশেষ বুলেটিনে জানিয়েছে, ২৪ জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ফলে ২৩ জুলাই থেকে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে পূর্বাভাস।
আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বজায় থাকবে। দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে কমলা সতর্কতা। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য রয়েছে হলুদ সতর্কতা।
অন্যদিকে, রাজ্যের বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টি চললেও ততটা বিপদজনক পরিস্থিতি তৈরি হয়নি বলেই জানিয়েছে হাওয়া অফিস।