কলকাতা: শনিবার (২০ জানুয়ারি, ২০২৪) শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। সকালে মেঘলা আকাশ থাকলেও বেলা গড়ানোর সঙ্গেই আংশিক পরিষ্কার। তবে উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা-সহ রাজ্যের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার কথা। রাতের তাপমাত্রা একই রকম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচে থাকার সম্ভাবনা। শহরে শনিবার বৃষ্টির সম্ভবনা নেই।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় আর বৃষ্টি হবে না। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে এই ক’দিন।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে সেই তাপমাত্রা কমে গিয়ে হতে পারে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে কুয়াশা। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৫ শতাংশ।