233
রবিবার সকাল থেকেই ভ্যাপসা গরম ফিরেছে। সামনের চার–পাঁচ দিনে গাঙ্গেয় বঙ্গের তাপমাত্রা অন্তত ৪–৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
চৈত্রের শেষ বেলায় একাধিক জেলায় কালবৈশাখী ঝড়-বৃষ্টি হলেও, আপাতত তার ইতি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে গরম ফের বাড়বে। কলকাতা-সহ একাধিক জেলায় তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে।
বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। ফলে চলতি সপ্তাহেই ফের চেনা ছন্দে ফিরছে বৈশাখের তাপ।
তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রইল সারা সপ্তাহ জুড়ে। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা।