কলকাতা: বুধবার বিকেল থেকে আবহাওয়ার ভোলবদল। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি। বৃহস্পতি ও শুক্রবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ ও কাল দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলার দুই-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গাতেও বজ্রবিদ্যুত্-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছ।
প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের একাধিক জেলায়। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির বিভিন্ন অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিনদিন। জারি করা হয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। গৌড়বঙ্গের তিন জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
কয়েকদিনের প্রবল বৃষ্টিতে জলস্তর বেড়েছে উত্তরবঙ্গের একাধিক নদীর। আবহাওয়া দফতরের তরফে জারি করা পূর্বাভাসে পাঁচ জেলায় হড়পা বানের আশঙ্কা করা হয়েছে। আরও বৃষ্টি হলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গের সমস্ত নদীরই জল বাড়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে তৈরি হতে পারে বন্যা পরিস্থিতিও।