243
পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবের কারণে চলতি সপ্তাহেও জাঁকিয়ে শীতের আশা নেই রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে আপাতত ঘন কুয়াশার দাপট বজায় থাকবে।
তীব্র শীতের দাপট কমলেও শীতবিদায় নিচ্ছে না দক্ষিণ থেকে। উত্তুরে হাওয়ার দাপট কম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে এখনই শীতের বিদায় নয়। উইকেন্ডে ফের শীত পড়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশার প্রভাব থাকবে দক্ষিণে।
আগামী সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি কিংবা তুষারপাতও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শীতপ্রেমীদের জন্য এ বছর জাঁকিয়ে ঠান্ডা অনুভব করার সুযোগ হয়তো খুব বেশি মিলবে না।