306
এপ্রিলের শেষে দক্ষিণবঙ্গে উষ্ণতার পারদ ছুঁয়েছে অস্বস্তিকর মাত্রা। আজ, শুক্রবার পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই চার জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। পাশাপাশি, তাপপ্রবাহের কবলে পুরুলিয়া ও বীরভূমও।
হাওয়া অফিসের মতে, এই মূহূর্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। শনিবার পর্যন্ত তাপমাত্রা একই থাকলেও সোমবার থেকে নিম্নমুখী হতে পারে পারদ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, তাপপ্রবাহের পরই মিলতে পারে স্বস্তির বৃষ্টি। শনিবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।