কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকে বেশিরভাগ সময়টাই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভার। তবে বেলা ১২টা পর্যন্ত সেভাবে বৃষ্টি নামতে দেখা যায়নি। এরপর?
হাওয়া অফিসের পূর্বাভাস, এ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা। যার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। এর প্রভাবেই রাজ্য জুড়ে চলবে বৃষ্টি। ঝাড়খন্ড থেকে ক্যানিং পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। গত ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার এই মরশুমে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে।
এ ছাড়া ঝাড়খণ্ডে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেটি দক্ষিণের জেলাগুলির দিকে সরছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ও দিকে, উত্তরবঙ্গও ভিজবে এ দিন। তবে উত্তরবঙ্গে শনিবার থেকে বাড়বে বৃষ্টি। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের চার জেলায়। আপাতত দু’দিন বৃষ্টির পরিমাণ কম থাকবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উইকেন্ডে উত্তরবঙ্গে ফের বাড়বে বৃষ্টি। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷