প্রথম পাতা খবর টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, আগামী সপ্তাহেও বজায় থাকবে বৃষ্টির দাপট

টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, আগামী সপ্তাহেও বজায় থাকবে বৃষ্টির দাপট

152 views
A+A-
Reset

ছবি: রাজীব বসু

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের জেরে কলকাতা ও দক্ষিণবঙ্গজুড়ে টানা বৃষ্টি চলছে গত দু’দিন ধরে। শহর ও শহরতলিতে জলমগ্ন রাস্তাঘাট, বিপর্যস্ত জনজীবন। পরিস্থিতি আপাতত স্বস্তিদায়ক হচ্ছে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বরং আগামী সপ্তাহেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও আশপাশের জেলাগুলিতে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, নিম্নচাপটি বর্তমানে ঝাড়খণ্ডের রাঁচির কাছাকাছি অবস্থান করছে এবং আগামী দিনে এটি ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের দিকে সরবে। মৌসুমি অক্ষরেখাও সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই চলবে ঝড়-বৃষ্টির দাপট।

শনিবার ও রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম-সহ বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়ায়। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া ও মুর্শিদাবাদে।

মঙ্গলবার থেকে ফের বাড়বে বৃষ্টির দাপট। হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদেও বৃষ্টি জারি থাকবে।

উত্তর ও মধ্য বঙ্গোপসাগর ও উপকূলবর্তী জেলাগুলিতে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঘণ্টায় ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস থাকছে। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, রবিবার দার্জিলিং ও কালিম্পঙে এবং সোমবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.