গরমের দাপট বাড়তে চলেছে রাজ্যে। মার্চের শেষেই কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি বা তারও বেশি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনে রাজ্যের তাপমাত্রা ধাপে ধাপে বাড়বে। কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে পারদ ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে, যা ৩৫ ডিগ্রির গণ্ডি ছাড়াতে পারে। উত্তরবঙ্গেও তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এপ্রিল পড়লে দক্ষিণা বাতাস সক্রিয় হলে কিছুটা স্বস্তি মিলতে পারে। তার আগে রাজ্যবাসীকে প্রস্তুত থাকতে হবে তীব্র গরমের মোকাবিলায়।
ও দিকে, আগামী ২৭ মার্চ পর্যন্ত উত্তরের কোথাও আর আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এই আবহে আগামী ৩ দিনে উত্তরের জেলাগুলিতে সর্বোচ্চ পারদ ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এরপর ২৮ মার্চ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। এরপর ফের ৩১ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গে আর কোথাও বৃষ্টি হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।