বৃষ্টি কমতেই গরম বাড়ছে রাজ্যে। আগামী কয়েক দিন তাপমাত্রার পারদ কিছুটা উপরে থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার থেকেই পরিবর্তন দেখা যাচ্ছে আবহাওয়ায়। হাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে আপাতত কয়েকদিন ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। যদি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি চলবে। শুধুমাত্র উপরের দিকের জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও নদিয়া জেলায়।
আবহাওয়াবিদদের অনুমান, সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তাপমাত্রার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা কম কলকাতায়। দিন ও রাতের তাপমাত্রা তিন ডিগ্রির বেশি বেড়েছে একদিনে। তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকায় অস্বস্তি অনেকটাই বাড়বে। এ দিন কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।