কলকাতা: ভরা পৌষ মাসেও আক্ষরিক অর্থে কনকনে ঠান্ডা উধাও। হঠাৎই গায়েব শীত। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে উধাও হয়েছে উত্তুরে হাওয়া। তার জায়গায় পুবালি হাওয়ার দাপট বাড়ায় হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প। ফলে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে।
শেষ কয়েক দিন ধরে কলকাতায় স্বাভাবিকের থেকে উপরে উঠেছে রাতের তাপমাত্রা। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। কলকাতার রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির মধ্যে থাকতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এরফলে উত্তুরে হাওয়া পশ্চিমবঙ্গে ঢুকতে পারছে না। বাড়ছে তাপমাত্রাও। ফলে ডিসেম্বরের শেষ সপ্তাহে আর সেভাবে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। তবে ২ জানুয়ারি থেকে তাপমাত্রার সামান্য পারদ পতন লক্ষ্য করা যেতে পারে। সেসময় একলাফে ২ ডিগ্রি অবধি তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়াবিদদের মতে, জানুয়ারির ৪-৫ তারিখ নাগাদ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে যেতে পারে। সবমিলিয়ে শীতের মনোরম আবহাওয়াই থাকবে জানুয়ারির প্রথম সপ্তাহে।