163
শনিবার ভোর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া—এই সাত জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ওইসব এলাকায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস।
রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝুঁকির কথা মাথায় রেখে সমস্ত জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।