উত্তর বাংলাদেশ থেকে সরে এসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। সঙ্গে রয়েছে অক্ষরেখাও। এই দুইয়ের মিলিত প্রভাবে আজ কলকাতা-সহ গোটা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।
বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে—দক্ষিণবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।
উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সেইমতো জারি করা হয়েছে সতর্কতা।
আবহাওয়াবিদদের মতে, আগামী দু’দিন রাজ্যের বেশিরভাগ জায়গাতেই আবহাওয়া অনিশ্চিত থাকবে। বাইরে বেরোলে ছাতা সঙ্গে রাখাই শ্রেয়।