কলকাতা: শুক্রবার এবং শনিবার রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। শউক্রবার অপেক্ষাকৃত ঝড়বৃষ্টির মাত্রা বেশি হওয়ার পূর্বাভাস থাকায় কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, নদিয়া জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ঝড়বৃষ্টি হবে উত্তরের প্রায় সব জেলাতে। পাহাড় লাগোয়া জেলাগুলিতে আরও কিছুটা দাপট বাড়বে ঝোড়ো হাওয়ার। উত্তরবঙ্গ জুড়ে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে ওই দিন।
শনিবার দুর্যোগের দাপট কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। তবে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে ওই দিনও। কলকাতাতেও বৃষ্টি হতে পারে। শনিবার ঝড়বৃষ্টি হলেও শিলাবৃষ্টির পূর্বাভাস নেই।
হাওয়া অফিসের মতে, একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের জেরে শুক্রবার এবং শনিবার পশ্চিমবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। তবে রবিবার থেকে পরিস্থিতি বদলাতে থাকবে।