হালকা শীতের আমেজে রবিবারের চিড়িয়াখানা ভিড়। ছবি: রাজীব বসু
কলকাতা: আজ, সোমবার থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
অবশেষে বর্ষশেষে শীতের দেখা মিলতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়ার প্রভাব বাড়তে শুরু করেছে, যার জেরে আগামী কয়েক দিনে তাপমাত্রার বড়সড় পতনের সম্ভাবনা রয়েছে। এক ধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামতে পারে। কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে কুয়াশার চাদর ঢাকতে পারে। পাশাপাশি, উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
উত্তরের পাহাড়ি অঞ্চলে, বিশেষত দার্জিলিংয়ে, হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তর ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত শুকনো আবহাওয়া বজায় থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।