বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে একটি নিম্নচাপ। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ তৈরি এই নিম্নচাপের প্রভাবে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবক’টি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। আগামী কয়েক দিন উত্তাল থাকবে সমুদ্রও। উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা।
আজ, শনিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয়টি জেলায়— দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
এ ছাড়াও বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ।
উত্তরবঙ্গেরও কিছু জেলা বৃষ্টিপ্রবণ থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজ থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।