কলকাতা: ইংরেজি বছরও শেষ হতে আর কয়েক ঘণ্টা। এ সময়ে মহানগর-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত দু’ডিগ্রি নীচে থাকা কথা। তবে, শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই এ দিন। বিকেলের পর থেকে কিছুটা নামতে পারে তাপমাত্রা। তবে তাপমাত্রায় খুব বেশি হেরফের থাকবে না আজ।
ভরা পৌষে বাংলা থেকে হঠাৎই গায়েব হয়েছে শীত। শেষ ক’দিন ধরে ঊর্ধ্বমুখী পারদ। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে উধাও হয়েছে উত্তুরে হাওয়া। তার জায়গায় পুবালি হাওয়ার দাপট বাড়ায় হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প। ফলে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে একটু একটু করে। তার উপর বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে বাংলায় বিরতি ঘটেছে কনকনে ঠান্ডায়।
রবিবার (৩১ ডিসেম্বর, ২০২৩) দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এর পর কয়েকদিন রাতে সে ভাবে তাপমাত্রার পরিবর্তন হবে না।
দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টি ও তুষারপাত হতে পারে। সেখানে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত হতে পারে তুষারপাত। এছাড়া উত্তরের বাকি জেলায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।