কলকাতা: নতুন বছরের শুরুতেই রাজ্যে শীতের প্রভাব বাড়ছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৯ ডিগ্রির নীচে নেমে যায়। পুরুলিয়ার তাপমাত্রা কালিম্পঙের থেকেও কম ছিল। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া এখনও পুরোপুরি সক্রিয় না হলেও জানুয়ারির শীত স্বাভাবিক ছন্দে ফিরছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় ৩ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস। ৪ জানুয়ারি সর্বনিম্ন পারদ থাকবে ১৫ ডিগ্রি। ৫ ও ৬ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৬ ডিগ্রি হতে পারে। ৭ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা কমে ১৫ ডিগ্রি এবং ৮ জানুয়ারি তা আরও কমে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
৭ জানুয়ারি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮ জানুয়ারি থেকে উত্তরবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।