গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ঘূর্ণাবর্ত সরে গিয়ে উত্তরবঙ্গের দিকে চলে যাওয়ায় আজ রবিবার থেকে সোমবার পর্যন্ত সেখানে ভারী দুর্যোগের আশঙ্কা রয়েছে। আজ উত্তরবঙ্গের ছয়টি জেলায় জারি হয়েছে সতর্কতা।
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে ২০ সেন্টিমিটারের বেশি অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস থাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা রয়েছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা।
দক্ষিণ দিনাজপুর ও মালদহে সতর্কতা না থাকলেও চলবে ঝড়বৃষ্টি। এদিকে আজ দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতির ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতেও জারি হয়েছে হলুদ সতর্কতা। বাকি জেলাগুলিতেও বজায় থাকবে বৃষ্টির পরিস্থিতি।