বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ আর বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে কলকাতা। ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে বৃহস্পতিবারও রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সাতটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সঙ্গে রয়েছে বিকানের-রাঁচী-দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা। এই দুইয়ের সম্মিলিত প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির ধারা অব্যাহত থাকবে।
উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। সেখানে ইতিমধ্যেই ভরা বর্ষা চলছে। বৃহস্পতিবার দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার থেকে জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর ও কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় কমলা সতর্কতা জারি হয়েছে। সোমবার পর্যন্ত এই দুর্যোগ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।