কলকাতা: গভীর রাত থেকে কলকাতা-সহ জেলায় জেলায় দফায় দফায় প্রবল বৃষ্টি। বুধবার সকাল থেকেই ঘন কালো মেঘ আকাশে। সঙ্গে বৃষ্টি। নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া ধাক্কায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
বুধবার বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই দুটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় ইতঃস্তত , বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে
এর পর, বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
উত্তরবঙ্গেও শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। অতি ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে।