কলকাতা: পুজোর মরসুমেও বৃষ্টির বাধা। শুক্রবারেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রাজ্যের জেলায় জেলায়।
দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। ভারতীয় মৌসম ভবন জানিয়েছে, শুক্রবার (৪ অক্টোবর) উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরি হতে পারে, যা বাংলার আবহাওয়াকে আরও বৃষ্টিমুখী করতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। স্বস্তির বিষয়, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র মুর্শিদাবাদের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হবে।
এদিকে, বুধবার রাত থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হয়েছে। দার্জিলিং এবং কালিম্পং-এ অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে, যেখানে অন্যান্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কিছু অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।