197
আজ, বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনার কারণে আবহাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করেছে। এই সতর্কতা জারি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ার জন্য।
এর মধ্যে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। তবে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আট জেলাতেও এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কতা জারি হয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।