196
ফাল্গুনের আবহাওয়া রীতিমতো রকমফের দেখাচ্ছে। ভোর ও রাতে ঠান্ডার অনুভূতি থাকলেও বেলার দিকে বাড়ছে গরম। রাজ্যে সপ্তাহভর তাপমাত্রার ওঠানামা চলবে। তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকেই দার্জিলিং ও কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ঝড়-বৃষ্টি হতে পারে। শনিবারের জন্য ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। তবে দিনের তাপমাত্রা বাড়ার কারণে গরমের অস্বস্তি অনুভূত হতে পারে।