দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। গত কয়েক দিন ধরেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে রাজ্যের বিভিন্ন জেলায়। সঙ্গে দমকা হাওয়া, বজ্রপাত এবং ঘনঘটায় ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগ পরিস্থিতি অব্যাহত। আবহাওয়াবিদদের মতে, একের পর এক ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার সক্রিয়তার কারণে এই বর্ষা মরসুমে অনুকূল বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে।
সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়তে পারে। জলীয় বাস্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও বাড়তে পারে।
গত এক মাস ধরেই রাজ্যে প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের ন’টি জেলায় ইতিমধ্যেই জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। এর মধ্যে কিছু এলাকায় দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-এর জল ছাড়ার ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
সম্প্রতি জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ডিভিসিকে দুষেছেন। তিনি হুগলির আরামবাগ এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পরিস্থিতি খতিয়ে দেখে অভিযোগ করেন, কোনও পূর্বপ্রস্তুতি ছাড়াই অতিরিক্ত জল ছেড়ে মানুষকে সমস্যায় ফেলেছে ডিভিসি।