216
কলকাতা: মাঘের শেষ বেলায় রাজ্যে এখনো টের পাওয়া যাচ্ছে হালকা শীতের ছোঁয়া। তবে এই আবহাওয়া আর বেশি দিন থাকছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন শীতের আমেজ বজায় থাকবে, তারপরই পারদ বাড়তে শুরু করবে।
তবে ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে-তে আবারও কিছুটা ঠান্ডা অনুভূত হতে পারে। আবহাওয়াবিদদের মতে, তার পর থেকেই এ বছরের মতো শীত বিদায় নিতে পারে পশ্চিমবঙ্গ থেকে।
রাজ্যের বেশ কয়েকটি জেলা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে, তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা নেই। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গ আপাতত শুষ্কই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে, যারা শীতকে উপভোগ করছেন, তাদের জন্য এটি শেষ সুযোগ হতে পারে।