কলকাতা: সকালে পরিষ্কার আকাশ। তবে বেলা বাড়ার সঙ্গে কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রবিবার।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এ দিন বৃষ্টির পরিমাণ গত দু’দিনের চেয়ে খানিকটা কম হবে। তবে কলকাতায় এ দিন দিনের বিভিন্ন সময়ে বৃষ্টিপাত হবে। চলতি সপ্তাহের মাঝ থেকে ফের বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা বাড়বে দক্ষিণবঙ্গে।
এ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস অবধি হতে পারে। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ হতে পারে ৮১ শতাংশ। ফলে ফের একবার ফিল লাইক তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কোঠা পেরোবে। এদিনের ফিল লাইক সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।
ও দিকে, উত্তরবঙ্গেও একাধিক জায়গায় সেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত জারি থাকবে। বিভিন্ন স্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আপাতত আগামী পাঁচদিন উত্তরের আবহাওয়ায় পরিবর্তনের কোনো ইঙ্গিত নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।