কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবারের পৌষ সংক্রান্তিতে হাড়কাঁপানো শীতের বদলে তুলনামূলক গরমের সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাতের তাপমাত্রা প্রায় এক থাকলেও দিনের তাপমাত্রা বেড়েছে। মঙ্গলবার সংক্রান্তির দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।
মঙ্গলবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটবে। উত্তর ভারতের ওপর জেড স্ট্রিম উইন্ডের প্রভাবে প্রয়াগরাজে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গঙ্গাসাগরে বৃষ্টি হবে না। বৃহস্পতিবার থেকে শীতের আমেজ কিছুটা ফিরলেও বঙ্গে তীব্র ঠান্ডার সম্ভাবনা কম।
উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কুয়াশার কারণে জলপাইগুড়ি, কোচবিহার ও মালদায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নামতে পারে।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বেড়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই ২৪ পরগনায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতেও মঙ্গলবার সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস, যা সোমবার বেড়ে ১৪ ডিগ্রি হয়েছে। মঙ্গলবার তা আরও বেড়ে ১৫ ডিগ্রি ছুঁতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা সোমবার ২৫.৩ ডিগ্রিতে পৌঁছানোর সম্ভাবনা।