উত্তর কলকাতায় হঠাৎ বৃষ্টিতে জমা জলেই মণ্ডপ দর্শন! ছবি: রাজীব বসু
আজ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কিছু জেলায় দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আবহাওয়ার উন্নতি লক্ষ্য করা যাবে। আজ সোমবার থেকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তেমন হলে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। গত কয়েকদিনের টানা বৃষ্টির পর এবার বৃষ্টির পরিমাণ কমবে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস। সেখানে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, তবে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। পুজোর মরশুমে সার্বিকভাবে আবহাওয়ার উন্নতির দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ।