কলকাতা: সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি। হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। এর পর আগামীকাল থেকে উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির সতর্কতা। চলবে শুক্রবার পর্যন্ত।
এ দিন সকাল থেকেই মেঘলা আকাশ, সঙ্গে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে বাড়বে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। এ দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে বিক্ষিপ্তভাবে দুই-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি বেশি হবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
মৌসম ভবন জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলে নিম্নচাপ রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে একটি মৌসুমী অক্ষরেখাও রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস। কলকাতাতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
আপাতত দু-তিন দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।