কলকাতা: বৃহস্পতিবারেও সকাল থেকেই প্যাচপ্যাচে গরম। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তবে, বৃষ্টি হলেও চুড়ান্ত ঘর্মাক্ত পরিস্থিতি থেকে মুক্তি নেই! আগামী দু’দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
একইসঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ দিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পর গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে জেলাগুলিতে তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না।