কলকাতা: সকাল-রাতে শীতের আমেজ। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী তিন-চার দিনে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে। রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা বেশি। তবে পাকাপাকি ভাবে শীত আসতে আরও কিছুটা বাকি। কারণ, দিন পাঁচেক পর আবার কিছুটা তাপমাত্রা বাড়তে পারে।
দশমী-একাদশীতেও অতি হালকা বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে একাদশীর পর থেকেই ধীরে ধীরে উন্নতি হতে শুরু করে আবহাওয়ার। ইতিমধ্যেই মেঘলা আকাশের জন্য দিনের তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের নীচে। পশ্চিমের জেলায় অপেক্ষাকৃত বেশি থাকবে শীতের আমেজ। অন্যান্য জেলাগুলিতেও ধীরে ধীরে কমবে তাপমাত্রার পারদ।
আবহাওয়া দফতরের মতে, শনিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় আকাশ আংশিক মেঘলা থাকলেও থাকতে পারে। তবে আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ও দিকে, উত্তরবঙ্গে ও আগামী চার-পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনে কমবে তাপমাত্রা। রাজ্যে প্রবেশ করতে চলেছে উত্তুরে হাওয়া। ঘূর্ণিঝড়ের চাপ সরে যেতেই উত্তুরে হাওয়া ফের একবার প্রভাব বিস্তার করবে। আগামী দুই -তিন দিনে রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে।