কলকাতা: নিম্নচাপের জেরে তাপমাত্রা ফের কয়েক ডিগ্রি বেড়ে যেতে পারে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের ওপর এখন উত্তর-পশ্চিমের শীতল হাওয়া আছে। কিন্তু নিম্নচাপের পরোক্ষ প্রভাবে আকাশ মেঘলা এবং আবহাওয়ার পরিবর্তন হবে, বাড়বে তাপমাত্রা। কমে যাবে এই শীত শীত ভাব।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মান্দাসে । তবে এর প্রভাব সরাসরি পড়বে তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশের উপকূলে। বাংলায় প্রভাব না পড়লেও, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় আগামী কয়েকদিন রাজ্যে শীতের আমেজ কিছুটা কমবে। শনিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় মেঘলা আকাশের কারণে ফের পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা নেই। পরপর পারদ পতন হলেও মাঝে শীতের আমেজ একটু কম ছিল গোটা রাজ্যে। উত্তুরে হাওয়ায় পড়েছিল ভাটা। তবে ফের পারদ পতন হলেও আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড় প্রভাবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বঙ্গে।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঝড়ের নাম দেওয়া হয়েছে মান্দাস। এই ঝড়ের প্রভাবে তামিলনাড়ু, পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে সতর্কতা জারি করা হয়েছে।