কলকাতা: শীতের আমেজ রাজ্য জুড়ে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা শীতের আমেজ বজায় রয়েছে। তবে তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য বেড়েছে কলকাতায়।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ কোথাও সে ভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টি হলেও হতে পারে। কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা এবং শিশির পড়বে। মেঘমুক্ত পরিষ্কার আকাশই থাকবে দুই বঙ্গে। শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ মূলত পরিষ্কার। হালকা শীতের আমেজ বজায় রয়েছে শহরে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস।
শীতের স্পেল চলবে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা অন্য জেলার তুলনায় কম থাকবে। ১২ থেকে ১৪ ডিগ্রির আশে পাশে থাকবে পশ্চিমের জেলার তাপমাত্রা।
তাপমাত্রার এই স্থিতাবস্থা বজায় থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহের শেষের দিকে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে। তাই উইকএন্ডটা জমিয়ে আনন্দ করার অপেক্ষায় শহরবাসী।
আরও পড়ুন: হলদিয়ার কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে গেলেন ২ শ্রমিক