কলকাতা: আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত। ক্রমেই শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে এসে পড়ার পূর্বাভাস। বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে বলেই মনে করছে আবহাওয়া দফতর। এর ফলে শীতের গতি কিছুটা কমেও যেতে পারে রাজ্যে।
আবহাওয়াবিদদের মতে, উত্তর অন্ধ্র এবং দক্ষিণ ওডিশা উপকূলের দিকে তা এগিয়ে যাবে সাইক্লোন। তবে, এর গতিপ্রকৃতি ঠিক কী হতে চলেছে? সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। বাংলায় এর কোনও প্রভাব পড়বে কিনা, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, ‘সাইক্লোনের কোনও প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে কিনা তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন তিনি। কিন্তু, এখনই জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই।’
জানা যাচ্ছে, বুধবার ওই নিম্নচাপের শক্তি বেড়ে হবে অনেকটাই। এরপর সেটি অন্ধ্র উপকুলের দিকে সরে যাবে। এই সাইক্লোনের ফলে রাজ্যে উত্তুরে হাওয়ার প্রবেশ বাধাপ্রাপ্ত হচ্ছে। এর ফলে শীত কমে যাওয়ার সম্ভবনা রয়েছে অনেকটাই। মঙ্গলবার থেকে রাজ্যে মেঘলা আকাশ দেখা দিতে পারে। উপকুলের জেলাগুলিতে শীত কমে খানিকটা গরম অনুভব হবে।