কলকাতা: উত্তুরে হাওয়ার হাত ধরে রাজ্যে ফিরেছে শীতের আমেজ। রবিবার তাপমাত্রার পারদ সামান্য ঊর্ধ্বমুখী হলেও সূর্যের তেজ ততটা জোরালো নয়। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে, আগামী ক’দিন এ রকমই শীতের আমেজ বজায় থাকবে রাজ্য জুড়ে।
কয়েকদিন ধরেই স্বাভাবিকের থেকে বেশি শহরের তাপমাত্রা। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রবিবার কলকাতার তাপমাত্রা বেড়েছে সামান্য। এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। যেখানে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭, শুক্রবার ১৫.২ এবং বৃহস্পতিবার ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার পর্যন্ত শহরের তাপমাত্রা নিম্নগামীই থাকবে। ৭, ৮ এবং ৯ ফেব্রুয়ারি তা ঊর্ধ্বগামী হবে। ১০, ১১ ফের তা ফের নিম্নগামী হবে। অর্থাৎ, আগামী কয়েক দিনে তাপমাত্রার এমন ওঠানামা চলতে থাকবে। এই সময়ের মধ্যে কলকাতায় তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে। আর অন্যান্য জেলায় তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রির কাছাকাছি।
তবে এর পর ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ১৪ তারিখ থেকে আর পারদ পতনের তেমন কোনো সম্ভাবনা নেই।