প্রথম পাতা খবর ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন—কোন কোন দিন ছুটি নষ্ট, দেখুন এক নজরে

২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন—কোন কোন দিন ছুটি নষ্ট, দেখুন এক নজরে

8 views
A+A-
Reset

২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন—কোন কোন দিন ছুটি নষ্ট, দেখুন এক নজরে

নতুন বছর দরজায় কড়া নাড়তে আর মাত্র ৩৩ দিন। বছরের শেষে অনেকেই নতুন ক্যালেন্ডার দেখে ছুটির হিসাব কষতে শুরু করেছেন। কোথায় ঘুরতে যাবেন, কোন সময়ে লম্বা উইকএন্ড মিলবে—এসব পরিকল্পনার মাঝেই ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন
রাজ্য সরকারের ছুটির পাশাপাশি কেন্দ্রের Negotiable Instrument Act (NIA) অনুযায়ী ছুটি এবং বিভিন্ন সম্প্রদায়ভিত্তিক ছুটির তালিকাও প্রকাশ করা হয়েছে। রাজ্যের অর্থ দফতর এই সংক্রান্ত বিবৃতি জারি করেছে বৃহস্পতিবার।

কেন্দ্রীয় আইন অনুযায়ী ছুটি—২৭টি

এনআই অ্যাক্ট, ১৮৮১ অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর রাজ্যভেদে ছুটির তালিকা প্রস্তুত করে। ২০২৬ সালে পশ্চিমবঙ্গের জন্য সেই তালিকায় রয়েছে ২৭টি সরকারি ছুটি

রাজ্য সরকারের বাড়তি ছুটি—২৪টি

এর সঙ্গে রাজ্য সরকার আরও ২৪টি ছুটি ঘোষণা করেছে। ধর্মীয় ও সম্প্রদায়ভিত্তিক ছুটি মিলিয়ে আলাদাভাবে ঘোষণা করা হয়েছে আরও ২টি ছুটি

লম্বা উইকএন্ডে বেড়াতে যাওয়ার সুযোগ

ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে একাধিক ছুটি পড়েছে শুক্রবার বা সোমবার, ফলে সপ্তাহান্ত দীর্ঘ হবে।
অনেকে চাইলে মাত্র ১–২ দিন ‘কাজ থেকে ছুটি’ নিয়ে আরও বড় ছুটিও তৈরি করতে পারবেন।
যেমন—রামনবমী, গুড ফ্রাইডে, মে ডে, গান্ধীজয়ন্তী, বড়দিন—সবই সপ্তাহান্ত বাড়ানোর সুযোগ দিচ্ছে।

২০২৬ সালে কোন কোন ছুটি নষ্ট হচ্ছে?

মোট ৮টি ছুটি নষ্ট হচ্ছে আগামী বছরে। কারণ—

  • ছুটির দিন রবিবারে পড়েছে
  • দু’টি উৎসব একই দিনে পড়েছে

যে ছুটিগুলি রবিবারে পড়ে নষ্ট হচ্ছে:

  • শিবরাত্রি – ১৫ ফেব্রুয়ারি
  • দুর্গাপুজোর সপ্তমী – ১৮ অক্টোবর
  • লক্ষ্মীপুজো – ২৫ অক্টোবর
  • কালীপুজো – ৮ নভেম্বর
  • ছট পুজো – ১৫ নভেম্বর
  • বীরসা মুন্ডার জন্মদিবস – ১৫ নভেম্বর

একই দিনে পড়ায় নষ্ট:

  • নেতাজিজয়ন্তী ও সরস্বতী পুজো – ২৩ জানুয়ারি
  • বুদ্ধপূর্ণিমা ও মে ডে – ১ মে

কেন্দ্রীয় আইন অনুযায়ী ছুটির তালিকা (সংক্ষেপে)

  • নববর্ষ: ১ জানুয়ারি (বৃহস্পতিবার)
  • স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী: ১২ জানুয়ারি (সোমবার)
  • নেতাজিজয়ন্তী ও সরস্বতী পুজো: ২৩ জানুয়ারি (শুক্রবার)
  • সাধারণতন্ত্র দিবস: ২৬ জানুয়ারি (সোমবার)
  • দোলযাত্রা: ৩ মার্চ (মঙ্গলবার)
  • ইদ-উল-ফিতর: ২১ মার্চ (শনিবার)
  • রামনবমী: ২৬ মার্চ (বৃহস্পতিবার)
  • গুড ফ্রাইডে: ৩ এপ্রিল (শুক্রবার)
  • বাংলা নববর্ষ: ১৫ এপ্রিল (বুধবার)
  • মে ডে ও বুদ্ধপূর্ণিমা: ১ মে (শুক্রবার)
  • রবীন্দ্রজয়ন্তী: ৯ মে (শনিবার)
  • স্বাধীনতা দিবস: ১৫ অগস্ট (শনিবার)
  • গান্ধীজয়ন্তী: ২ অক্টোবর (শুক্রবার)
  • মহালয়া: ১০ অক্টোবর (শনিবার)
  • দুর্গাপুজো (৮মী–১০মী): ১৯–২১ অক্টোবর
  • বড়দিন: ২৫ ডিসেম্বর (শুক্রবার)

রাজ্য সরকারের ঘোষিত ছুটির তালিকা (সংক্ষেপে)

  • সরস্বতী পুজোর আগের দিন: ২২ জানুয়ারি
  • শবে বরাত: ৪ ফেব্রুয়ারি
  • পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী: ১৪ ফেব্রুয়ারি
  • হোলির পরদিন: ৪ মার্চ
  • হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী: ১৭ মার্চ
  • ইদের আগের দিন: ২০ মার্চ
  • রথযাত্রা: ১৬ জুলাই
  • রাখিবন্ধন: ২৮ অগস্ট
  • বিশ্বকর্মা পুজো: ১৭ সেপ্টেম্বর
  • দুর্গাপুজো (চতুর্থী থেকে লক্ষ্মীপুজোর পরের দিন): ১৫–২৬ অক্টোবর
  • কালীপুজোর অতিরিক্ত ছুটি: ৯–১০ নভেম্বর
  • ছট পুজোর অতিরিক্ত ছুটি: ১৬ নভেম্বর

এ ছাড়া—
• খ্রিস্টানদের জন্য ইস্টার স্যাটারডে: ৪ এপ্রিল
• সাঁওতাল সম্প্রদায়ের জন্য হুল দিবস: ৩০ জুন
• দার্জিলিং–কালিম্পংয়ে কবি ভানুভক্ত জন্মদিন: ১৩ জুলাই

এই ছুটির তালিকা প্রকাশের পরই নতুন বছরের ঘোরাঘুরির পরিকল্পনা শুরু করে দিয়েছেন অনেকেই। ২০২৬ সালে লম্বা উইকএন্ডের সংখ্যা বেশি হওয়ায় পর্যটন ক্ষেত্রেও বাড়বে চাহিদা—এমনটাই মনে করছেন বিশেষজ্ঞেরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.