প্রথম পাতা খবর প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের যে সিদ্ধান্তগুলি দেশে বড় বদল এনেছিল

প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের যে সিদ্ধান্তগুলি দেশে বড় বদল এনেছিল

181 views
A+A-
Reset

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র থেকে রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর এবং দেশের অর্থমন্ত্রী— কর্মজীবনের প্রতিটি স্তরেই সফল ছিলেন তিনি। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নেতৃত্বে একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত ভারতকে নতুন দিশা দেখিয়েছে।

১০০ দিনের কাজ

মনমোহন সিংয়ের আমলে চালু হয়েছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট (MGNREGA)। শ্রমিকদের জন্য ১০০ দিনের কাজের গ্যারান্টি দেওয়া এই আইন গ্রামীণ অর্থনীতিতে স্থিতিশীলতা এনেছিল।

তথ্য জানার অধিকার ও স্বচ্ছতা

মনমোহন সিংয়ের আমলেই পাস হয় তথ্য জানার অধিকার আইন (RTI)। সরকারের স্বচ্ছতা ও অর্থনৈতিক ক্ষেত্রের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এই আইন ছিল যুগান্তকারী।

দরিদ্র মানুষের জন্য উদ্যোগ

দরিদ্র মানুষদের সুরক্ষিত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্যোন জনা চালু করেছিলেন মনমোহন সিং। এই আইন আজও কার্যকর, বিশেষত করোনা পরিস্থিতিতে দেশের দরিদ্র মানুষ এই আইনের সুবিধা পেয়েছেন।

পরমাণু চুক্তি

ভারত ও আমেরিকার মধ্যে ঐতিহাসিক পরমাণু চুক্তি মনমোহন সিংয়ের আমলে স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে ইউরেনিয়াম আমদানি সহজ হয় এবং ভারত এনএসজি থেকে ছাড়পত্র পায়।

আধার কার্ড

তাঁর আমলেই চালু হয় আধার কার্ড, যা বর্তমানে দেশের প্রতিটি নাগরিকের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ দস্তাবেজ।

মনমোহন সিং শুধু অর্থনীতির নয়, দেশের সামগ্রিক উন্নয়নের অগ্রদূত ছিলেন। তাঁর নেওয়া সিদ্ধান্তগুলির প্রভাব আজও দেশের মানুষের জীবনে স্পষ্ট।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.