প্রথম পাতা খবর কৃষক আন্দোলনকে সমর্থন করলেও ভারত বনধকে সমর্থন নয়, জানালেন মমতা

কৃষক আন্দোলনকে সমর্থন করলেও ভারত বনধকে সমর্থন নয়, জানালেন মমতা

354 views
A+A-
Reset

ডেস্ক: তিনটি কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আগামীকাল সোমবার কৃষকদের পক্ষ থেকে ভারত বন্‌ধ ডাকা হয়েছে। তাতে বেশিরভাগ রাজ্য সমর্থনও করেছে। কংগ্রেস ও বামদলগুলি সমর্থন দিয়েছে এই বনধকে। কৃষকদের পাশে দাঁড়ালেও বাংলায় বনধবিরোধী যে অবস্থান নিয়ে সরকার, তাতে অনড় থাকবেন বলে রবিবার স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি জানান,২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে বনধ সমর্থন করি না। কিন্তু কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আর পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তিনটি কৃষি আইন নিয়ে আসা হয়েছে। তা অবিলম্বে প্রত্যাহার করার কথা বারবার বলা হয়েছে কৃষকদের পক্ষ থেকে। এমনকী তার জেরে সিংঘু প্রদেশে লাগাতার আন্দোলন চলেছে কৃষকদের। সেখানে টিম পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক–বিরোধী আইন প্রত্যাহার করার পক্ষে সওযালও করেছিলেন। এবার দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি।

আরও পড়ুন: বিজেপি-কংগ্রেস-সিপিএম জগাই-মাধাই-গদাই: মমতা

 
রবিবার যদুবাবুর বাজারে উপভোটের প্রচারমঞ্চে তৃণমূল নেত্রী বলেন,”সারা ভারতে কৃষক আন্দোলন হচ্ছে। আমরা তাঁদের সমর্থন করছি। তিনটি বিল প্রত্যাহার করতে বলছি। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে বনধ সমর্থন করি না। কোনও বনধ করি না। পার্টির কেউ মারা গেলেও না। কিন্তু ইস্যুটাকে সমর্থন করি।”
অন্যান্য রাজ্য এই বন্‌ধকে সমর্থন করছে বলেই খবর। বিল প্রত্যাহারের জন্য কেন্দ্রের কাছে আরও একবার দাবি করেছেন মমতা। বলেন,”কেন্দ্রীয় সরকার তিনটি বিল প্রত্যাহার করুক। কালা কানুন মানছি না। দরকার হলে পঞ্জাব, হরিয়ানায় যাওয়ার জন্য প্রস্তুত আমি।” 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.